• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৩, ২০২১, ১০:২৮ এএম
সর্বশেষ আপডেট : মে ১৩, ২০২১, ১০:৪০ এএম

পদ্মায় ডুবে যাওয়া মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার

পদ্মায় ডুবে যাওয়া মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার

দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে নদীতে পড়ে যাওয়া মাইক্রোবাসের চালক মো. মারুফ হোসেনের (৪৪) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মে) সকালে পদ্মা নদীর ৭ নম্বর ফেরিঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পদ্মা নদীর ৭ নম্বর ফেরিঘাট এলাকায় একটি মরদেহ দেখতে পান দৌলতদিয়া নৌ পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে নিহতের দুই ভাই ও স্বজনদের খবর দেন নৌ পুলিশের পরিদর্শক মো. মুন্নাফ আলী। তারা মরদেহটি শনাক্ত করেন। 

দৌলতদিয়া নৌ পুলিশের পরিদর্শক মুন্নাফ আলী বলেন, “ঘটনার পর থেকেই আমরা পদ্মা নদীতে নজর রেখেছিলাম। স্থানীয় এক সোর্স খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছেন।”

মারুফ হোসেনের বাড়ি সিলেটে। তিনি থাকতেন ঢাকার রামপুরা। গাড়ির মালিক মোকসেদুর রহমানের বাড়ি ঢাকার কেরানীগঞ্জ। তার বিদেশফেরত শ্যালকের বাড়ি চুয়াডাঙ্গায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (১১ মে) বেলা ১১টার দিকে ঘাট এলাকায় ঝড় শুরু হয়। এতে বেঁধে রাখা দড়ি ছিঁড়ে পন্টুনটি ঘাট থেকে একটু দূরে চলে যায়। এ সময় পন্টুনে থাকা মাইক্রোবাসটি নদীতে পড়ে সঙ্গে সঙ্গে ডুবে যায়।