• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৭, ২০২১, ০১:২৫ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৭, ২০২১, ০১:২৮ পিএম

‘পুলিশের বিচারিক ক্ষমতা মানে সাধারণ মানুষের হয়রানি’

‘পুলিশের বিচারিক ক্ষমতা মানে সাধারণ মানুষের হয়রানি’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশকে বিচারিক ক্ষমতা দেওয়া মানে সাধারণ মানুষকে আরও বেশি হয়রানি করা।”

সোমবার (১৭ মে) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন ফখরুল।

মির্জা ফখরুল বলেন, “সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সঠিক কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আমরা সে রকম কোনো উদ্যোগ লক্ষ করিনি। বরং এই সরকারের উদাসীনতা, অনভিজ্ঞতা লক্ষ করা গেছে।”

বিএনপির মহাসচিব আরও বলেন, “সরকার করোনাতে প্রমাণ করে দিয়েছে তারা একটি ব্যর্থ সরকার। তাদের কোনো যোগ্যতা ও ক্ষমতা নেই। শুধু দুর্নীতি ও লুটপাটের জন্য জনগণকে দুর্ভোগের মধ্যে ফেলে দিয়েছে তারা।”

মির্জা ফখরুল বলেন, “২৬ মার্চ নরেন্দ্র মোদির ঢাকা সফল উপলক্ষে যে ঘটনাগুলো ঘটেছে, তার সবই সরকার ঘটিয়েছে। এরপর তারা ধর্মীয় সংগঠন ও বিরোধী দলের ওপর আক্রমণ করেছে। আমাদের ৪০০ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে।”