• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৭, ২০২১, ০২:১৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৭, ২০২১, ০২:১৮ পিএম

ফেরিতে স্বস্তি, সড়কে দুর্ভোগ

ফেরিতে স্বস্তি, সড়কে দুর্ভোগ

ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন দেশের দক্ষিণ অঞ্চলের ২১ জেলার মানুষ। দৌলতদিয়া ঘাটে ছোট গাড়ি ও রাজধানী যাত্রীদের চাপ থাকলেও ফেরিতে নদী পার হয়ে পাটুরিয়া ঘাটে এসে যাত্রীরা পড়ছেন বিপাকে। কেউ বা মোটরসাইকেলে, কেউ সিএনজি, কেউ বা পিকআপে চড়ে বাড়তি ভাড়া গুনে বাধ্য হয়ে গন্তব্যের দিকে রওনা হচ্ছেন।

সোমবার (১৭ মে) দুপুরে এমন চিত্র দেখা যায় পাটুরিয়া ঘাটে। মোটরসাইকেল, সিএনজি, পিকআপ পর্যাপ্ত না থাকায় চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। এদিকে বন্ধ দূরপাল্লার যাত্রীবাহী বাস।

ফেরিতে যাত্রী পারাপারের পাশাপাশি পণ্যবাহী ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল পার হচ্ছে। আর ঘাট পার হয়ে বাড়তি ভাড়া দিয়ে বিভিন্ন যানবাহনে উঠার চেষ্টা করছেন ঢাকামুখী মানুষ। 

বিআইডব্লিউটিসি’র ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, পাটুরিয়া ঘাটে ১৬ ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে। ফেরিঘাটে যাত্রীদের চাপ নেই। ফেরি চলাচল স্বাভাবিক থাকায় পারাপারের ক্ষেত্রে কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না।