• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৭, ২০২১, ০৫:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৭, ২০২১, ০৫:৪১ পিএম

সোনার বারসহ তরুণ আটক

সোনার বারসহ তরুণ আটক

যশোরের বেনাপোলে ১০টি সোনার বারসহ এক তরুণকে আটক করেছে বিজিবি।

সোমবার (১৭ মে) সকালে আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সুমন মিয়া। তিনি বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদীপুর গ্রামের আব্দুল জব্বার মিয়ার ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে যাত্রী সুমন মিয়ার শরীর তল্লাশি করা হয়। এ সময় তার কোমরে বিশেষ ব্যবস্থায় বাঁধা ১০টি সোনার বার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৬৭ লাখ টাকা। এ সময় কামরুল ইসলাম (৩২) নামে তার আরও এক সঙ্গী ছিলেন। তিনি পালিয়ে যান।

স্বর্ণ পাচারকারী ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে পোর্ট থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে বলেও জানান বিজিবি অধিনায়ক।