• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৩, ২০২১, ০২:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৩, ২০২১, ০২:৪৯ পিএম

আলু আলু চাষিদের বিক্ষোভ

আলু আলু চাষিদের বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ে কোল্ড স্টোরেজগুলোতে বস্তার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় আলু চাষিরা।

রোববার (২৩ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। পরে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের কাছে স্মারকলিপি প্রদান করেন।

জেলার আলু চাষি ও আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দীন, কৃষি সম্পাদক সুলতান মাহমুদ সুজন, উপদেষ্টা রফিক, বিএনডিসি আলু চাষি কল্যাণ সমিতির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুর ইসলাম, যুগ্ম সম্পাদক সারোয়ার কাওসার মানিক, উপদেষ্টা মোজাহারুল, আদর্শ আলু চাষি লিপুসহ সংগঠনের বিভিন্ন সদস্যরা।

বক্তারা অন্যান্য জেলার সাথে সামঞ্জস্য রেখে জেলার কোল্ড স্টোরেজগুলোতে বস্তাপ্রতি ভাড়া কমানোর দাবি জানান।