• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৫, ২০২১, ০২:২৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৫, ২০২১, ০২:৪৩ পিএম

ইয়াসের প্রভাবে বরিশালে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু

ইয়াসের প্রভাবে বরিশালে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বরিশালে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ মে) সকাল থেকে জেলার আকাশ মেঘলা থাকলেও বেলা ১২টা ২০ মিনিটে ঝোড়ো হাওয়া শুরু হয়। সেই সঙ্গে শুরু হয়েছে বৃষ্টিপাত।

আবহাওয়া অধিদপ্তর খবর দিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ইয়াস উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। বর্তমানে এটি বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোর মধ্যে পায়রার সবচেয়ে কাছে রয়েছে। পায়রা সমুদ্রবন্দর থেকে এটি বর্তমানে ৪৬৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।

ফলে পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি এবং অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।