• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৬, ২০২১, ০২:৩৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৬, ২০২১, ০৩:২০ পিএম

জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম

জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে বরগুনা পাথরঘাটা উপজেলার একাধিক গ্রাম। বুধবার (২৬ মে) দুপুরে বেড়িবাঁধ ভেঙে ভেসে গেছে মাছের ঘের, ডুবে গেছে আবাদি জমি ও ঘরবাড়ি।

উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র কাকচিড়া ও চরদুয়ানী বাজার মঙ্গলবার রাতের জলোচ্ছ্বাসে তলিয়ে যায়। স্থানীয় লোকজন জানান, লঞ্চঘাটসংলগ্ন বেড়িবাঁধ রাতেই ভেসে গেছে। বুধবার দিনের আলোতে ব্যবসায়ীরা তাদের কিছু মালামাল রক্ষা করতে পেরেছে। চরদুয়ানী বাজারের দোকানিরাও তাদের মালামাল দিনের আলোতে অন্যত্র সরিয়ে নিতে সক্ষম হওয়ায় ক্ষয়ক্ষতি কিছুটা কম হয়েছে।

পাথরঘাটার দক্ষিণের জনপদ নিজলাঠিমারা, জ্বিনতলা,পদ্মার ভাঙন এলাকার বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে।

ঝড় শুরু হওয়ার আগে মঙ্গলবার থেকে উপকূলীয় এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। এছাড়া মোবাইল নেট দুর্বল থাকায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা কোনো দপ্তরের কোনো কর্তাদের কিংবা জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলতে পারছেন না।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা জানিয়েছেন, ১০৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। রয়েছে শুকনা খাবার ও পানীয় জল।