• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৮, ২০২১, ১১:৫০ এএম
সর্বশেষ আপডেট : মে ২৮, ২০২১, ১১:৫৩ এএম

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ চলাচল শুরু

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ চলাচল শুরু

ঘূর্ণিঝড় ইয়াসের কারণে দুই দিন বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফের লঞ্চ চলাচল শুরু হয়েছে। পাশাপাশি চলছে ১৪টি ফেরি। 

শুক্রবার (২৮ মে) সকাল ১০টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়। এ মুহূর্তে মুন্সিগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ৮৫টি লঞ্চ চলাচল করছে কলে জানিয়েছে বিআইডব্লিউটিসির কর্মকর্তারা। এর আগে বৃহস্পতিবার (২৭ মে) রাত ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত ছোট গাড়ির চাপ বাড়ছে। এ মুহূর্তে ঘাটে পারাপারের অপেক্ষায় তিন শতাধিক যানবাহন রয়েছে। 

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহম্মেদ জানান,, ঘাটে কিছুটা যানজট রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট গাড়ির চাপ বাড়ছে। এ মুহূর্তে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ১৪টি ফেরি চলছে।