• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১, ২০২১, ০৩:২৯ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১, ২০২১, ০৩:৫৭ পিএম

যশোরে বাড়ছে করোনার সংক্রমণ

যশোরে বাড়ছে করোনার সংক্রমণ

যশোরে আবারও করোনা শনাক্তের হার ঊর্ধ্বমুখী। ১০ দিন আগে যশোরে করোনা শনাক্তের হার ছিল মাত্র ৯ শতাংশ। কিন্তু মঙ্গলবার (১ জুন) সেই হার বেড়ে দাঁড়িয়েছে ২৫ শতাংশে। এ সময়ে যশোরে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে ভারতীয় ধরনও। 

মঙ্গলবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে করোনার টেস্টের ফলাফলে যশোরের ৭০ জনের নমুনায় পজিটিভ হয়েছে। সোমবার রাতে যশোরের ২৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয় জিনোম সেন্টারে। যাদের মধ্যে এই ৭০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৪ দশমিক ২২ শতাংশ। এর আগে গত ১৯ মে যশোরের ২০০টি নমুনা পরীক্ষা করে মাত্র ১৮ জনের শরীরে করোনা ধরা পড়ে। সেদিন শনাক্তের হার ছিল মাত্র ৯ শতাংশ।

এর আগে সোমবার যবিপ্রবিতে যশোরের ২২০ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা শনাক্ত হয়। এদিন করোনা আক্রান্ত স্থানীয় আটজনের শরীরে পাওয়া যায় ভারতীয় ধরন। ৩০ জুন ঘোষিত ফলাফলে যশোরের ১৮৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা পজিটিভ হয়। ২৯ মে যশোরের ৬ জনের নমুনা পরীক্ষা করে সব কটির ফলাফল নেগেটিভ আসে।

যবিপ্রবির জিনোম সেন্টারের ২৮ মের করোনার টেস্টের ফলাফলে যশোরের ১৪৫ জনের মধ্যে ২৪ জনের, ২৭ মে ৩৫ জনের মধ্যে ২ জনের, ২৬ মে ১০৮ জনের মধ্যে ২৩ জনের, ২৫ মে ১৬৮ জনের মধ্যে ২৬ জনের, ২৪ মে ৯৪ জনের মধ্যে ২০ জনের, ২৩ মে ১৪৯ জনের মধ্যে ২১ জনের, ২২ মে ২৮ জনের মধ্যে মাত্র একজনের, ২১ মে ১২০ জনের মধ্যে ৮ জনের, ২০ মে ১৮৫ জনের মধ্যে ২৫ জনের, ১৯ মে  ২০০ জনের মধ্যে ১৮ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়।