• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২, ২০২১, ০২:২৮ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২, ২০২১, ০২:৫৯ পিএম

খুলনার ৩ থানায় ৭ দিনের লকডাউন

খুলনার ৩ থানায় ৭ দিনের লকডাউন

খুলনার তিনটি থানা এলাকায় এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে।

বুধবার (০২ জুন) দুপুরে জেলার করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় কঠোর নিয়ন্ত্রণ আরোপের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বলা হয়, খুলনা লকডাউন করার কোনো প্রয়োজন নেই। তবে আগামী ৪ জুন থেকে খুলনা সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকায় এক সপ্তাহ দোকানপাট বন্ধ রাখা হবে।

খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মাদ জানান, এক সপ্তাহের জন্য খুলনা সদর, সোনাডাঙ্গা এবং খালিশপুর থানা এলাকায় কাঁচাবাজার ও ওষুধের দোকান ব্যতীত অন্য সকল দোকান-পাট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।