• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৪, ২০২১, ১১:৪৬ এএম
সর্বশেষ আপডেট : জুন ৪, ২০২১, ১১:৫৪ এএম

খুলনার ৪ এলাকায় কঠোর বিধিনিষেধ শুরু

খুলনার ৪ এলাকায় কঠোর বিধিনিষেধ শুরু

করোনাভাইরাসের ঊর্ধ্বগতি ঠেকাতে খুলনার চার এলাকায় সপ্তাহব্যাপী কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে।

করোনাভাইরাসের হার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় খুলনার চার থানা এলাকায় সপ্তাহব্যাপী কঠোর বিধিনিষেধ আরোপ কার্যকর করা হয়েছে। শুক্রবার (৪ জুন) ভোর থেকে শুরু হওয়া এ বিধিনিষেধ চলবে ১০ জুন পর্যন্ত।

করোনাভাইরাস প্রতিরোধসংক্রান্ত জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ বিধিনিষেধ শুরু হয়েছে। 

বিধিনিষেধের ফলে মহানগরী ফাঁকা হয়ে পড়েছে। খুলনা মহানগরীর সদর, সোনাডাঙ্গা, খালিশপুর থানা ও রূপসা উপজেলায় জরুরি সেবা ছাড়া সব দোকানপাট, মার্কেট ও শপিং মল বন্ধ রয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, কঠোর এ বিধিনিষেধের প্রথম দিন সকাল থেকে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নিরাপত্তাচৌকি বসিয়েছে প্রশাসন।

হাসান আল মামুন জানান, শুক্রবার ভোর থেকেই সদর থানা-পুলিশের ১০টির অধিক টিম থানা এলাকায় টহলে রয়েছে। পুলিশ ভ্যান, মোটরসাইকেল এবং বিভিন্নভাবে মার্কেট, শপিং মল ও কাঁচাবাজারগুলোতে নজরদারি করছে।