• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৫, ২০২১, ০৫:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৫, ২০২১, ০৫:৪৮ পিএম

পাহাড়ধসে দুই রোহিঙ্গা নিহত 

পাহাড়ধসে দুই রোহিঙ্গা নিহত 

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে দুই রোহিঙ্গা নিহত হয়েছে।

শনিবার (৫ জুন) সকালে উখিয়ার বালুখালী ময়নার ঘোনা ও দুপুরে টেকনাফের চাকমারকুল এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বালুখালী ময়নার ঘোনা (ক্যাম্প-১২) ক্যাম্পের (জে-এ-৭ ব্লকের) অছিউর রহমানের ছেলে রহিম উল্লাহ (৩৫) ও টেকনাফের চাকমারকুল (ক্যাম্প-২১) ক্যাম্পের এ-২ ব্লকের শাকের উল্লাহর স্ত্রী নুর হাসিনা (২০)।

বালুখালী ময়নার ঘোনা রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বরত আমর্ড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক পুলিশ সুপার মো. শিহাব কায়সার জানান, সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পের এইচ ব্লকে মাটি কাটার সময় পাহাড়ধসে রহিম উল্লাহর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ সদস্যরা তার লাশ উদ্ধার করে ক্যাম্প প্রশাসনের কাছে হস্তান্তর করে।

অপরদিকে দুপুরে প্রচণ্ড বৃষ্টিপাতে চাকমারকুল (ক্যাম্প নং-২১ ) ক্যাম্পের এ-২ ব্লকের শাকের উল্লাহর বসত ঘর সংলগ্ন পাহাড় ধসে পড়ে। এতে মাটিচাপা পড়েন তার স্ত্রী নুর হাসিনা মারা যান।

খবর পেয়ে ক্যাম্প অভ্যন্তরে টহলরত এপিবিএন অফিসার ও ফোর্স এবং আশেপাশের লোকজন তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করে। দ্রুত তাকে উদ্ধার করে ক্যাম্পের সেভ দ্যা চিলড্রেন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

২১ নং রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ সাধনা ত্রিপুরা পাহাড়ধসে নিহতের বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।