• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৬, ২০২১, ০২:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৬, ২০২১, ০৩:৩৭ পিএম

পাটকল চালু ও পাওনার দাবিতে মানববন্ধন

পাটকল চালু ও পাওনার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের জাতীয় জুট মিলসহ ২৫টি পাটকল চালু ও শ্রমিকের পাওনা পরিষদের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৬ জুন) সকালে জাতীয় জুট মিলে সামনে জাতীয় জুট মিল সমন্বয় কমিটি আহবায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তারা বাজেটে শ্রমিকের বিশেষ বরাদ্দ ও শ্রমিকের যাবতীয় পাওনা পরিশোধের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় জুট মিল সমন্বয় কমিটি যুগ্ম-আহবায়ক সেলিম আহমেদ, জাতীয় মুক্তি কাউন্সিলের আহ্বায়ক বরকতউল্লাহ, সিপিবির জেলা সভাপতি ইসমাইল হোসেন, সিরাজগঞ্জ জেলা বাসদ আহ্বায়ক নবকুমার সহ জাতীয় জুট মিল শ্রমিক কর্মচারী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ।