• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১০, ২০২১, ১২:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১০, ২০২১, ০২:০৯ পিএম

ওসির অপসারণের দাবিতে আধা বেলার হরতাল

ওসির অপসারণের দাবিতে আধা বেলার হরতাল

গাইবান্ধা জেলা শহরে আধা বেলার হরতাল চলছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমানের অপসারণসহ চার দফা দাবিতে হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ এই হরতালের ডাক দেয়।

বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৬টায় হরতাল শুরু হয়, চলবে দুপুর ২টা পর্যন্ত।

হাসান হত্যার বিচারের দাবি ও ওসির বদলি চেয়ে স্লোগান দেন প্রতিবাদ মঞ্চ।

শহরের দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ আছে। কিছু দূরপাল্লার যানবাহন চলাচল করলেও রিকশা, ভ্যান, অটোরিকশা বন্ধ ছিল। হাসান নামে এক ব্যবসায়ীর মৃত্যুর প্রতিবাদ জানাতে অন্য ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে হরতাল পালন করছেন।

প্রতিবাদ মঞ্চের চার দফা দাবিগুলো হলো অবিলম্বে সদর থানার ওসি মাহফুজার রহমানের অপসারণ, হাসান হত্যার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার, সদর থানার অভিযুক্ত পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান ও সহকারী উপপরিদর্শক মোশারফ হোসেনকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা, বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং গাইবান্ধা জেলায় অবৈধ দাদন ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ করা।

জেলা শহরের খানকা শরিফসংলগ্ন নারায়ণপুর এলাকার মাসুদ রানার বাসা থেকে গত ১০ এপ্রিল ব্যবসায়ী হাসান আলীর (৪৫) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। 

মাসুদ জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ছিলেন। পরে তাকে বহিষ্কার করা হয়। এলাকায় তিনি দাদন ব্যবসায়ী নামে পরিচিত। 

নিহত হাসান আলী শহরের থানাপাড়া এলাকার মৃত হজরত আলীর ছেলে এবং আফজাল সুজ গাইবান্ধা শাখার সাবেক মালিক।