• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৪, ২০২১, ০৪:০৮ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৪, ২০২১, ০৪:০৮ পিএম

আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার

আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার

শেরপুরের নকলা থেকে হাসান মাহমুদ (১৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার হাসান মাহমুদ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য।

সোমবার (১৪ জুন) ভোরে র‌্যাব-৩ (টিকাটুলি) ঢাকার একটি আভিযানিক দল উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের লাভা মধ্যপাড়া এলাকা থেকে হাসানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হাসান মাহমুদ ওই গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে।

র‌্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বীনা রানী দাস জানান, হাসান মাহমুদ দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী এবং ধর্মীয় উস্কানিমূলক, উগ্রবাদী বিভিন্ন পোস্ট প্রচার করে আসছিল। তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক জঙ্গিবাদের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। 

এ প্রসঙ্গে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, ওই ঘটনায় র‌্যাবের তরফ থেকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।