• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৭, ২০২১, ০৮:২৩ এএম
সর্বশেষ আপডেট : জুন ১৭, ২০২১, ০৮:২৩ এএম

বিএনপি নেতা আবু সাঈদ গ্রেপ্তার

বিএনপি নেতা আবু সাঈদ গ্রেপ্তার

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইটকে গ্রেপ্তার করেছে  সদর ফাঁড়ির পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুন) তাকে আদালতে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ। আবু সাঈদ সুইট শহরের আমলাপাড়া মহল্লার বাসিন্দা। 

পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. তরিকুল ইসলাম জানান,  বুধবার (১৬ জুন) বিএনপি কার্যালয়ের কাছে শহীদ মিনার এলাকা থেকে আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ৩টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। 

এদিকে আবু সাঈদকে গ্রেপ্তারে তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু,জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

সাইদুর রহমান বাচ্চু বলেন, "আমরা একসঙ্গেই রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়ে আসছিলাম। এই সময় ইবি রোডের শহীদ মিনারের সামনে থেকে সুইটকে গ্রেপ্তার করা হয়। আমি সুইটকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

আবু সাঈদ সুইট সিরাজগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন।