• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৭, ২০২১, ০১:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৭, ২০২১, ০২:২৮ পিএম

ঠাকুরগাঁওয়ে ৭ দিনের কঠোর বিধিনিষেধ

ঠাকুরগাঁওয়ে ৭ দিনের কঠোর বিধিনিষেধ

ঠাকুরগাঁওয়ে করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাওয়ায় সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করল জেলা প্রশাসন।

বুধবার (১৬ জুন) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ জুন থেকে ২৩ জুন পর্যন্ত জেলার সব ধরনের দোকানপাট বিকাল ৫টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত বন্ধ থাকবে। ওই সময় হোটেল-রেস্তোরাঁয় পার্সেল বা অনলাইনে খাবার বিক্রিয় করতে পারবে। বিনোদন কেন্দ্র, কমিউনিটি সেন্টার, কোচিং সেন্টার সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে যানবাহন চলাচল করতে পারবে, তবে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভ্রাম্যমাণ ফেরিওয়ালা, চা-বিক্রেতা বিকাল ৫টা হতে পরদিন সকাল ১০টা পর্যন্ত ফেরি করে মালামাল বিক্রি করতে পারবে না। আগামী সাত দিন জেলার সব ধরনের পশুর হাট বন্ধ থাকবে। জনসমাগম করা যাবে না। সীমান্ত এলাকায় বিজিবির মাধ্যমে নজরদারি বাড়ানোসহ এ-সংক্রান্ত কমিটি গঠন করা হবে, যাদের কাজ থাকবে সীমান্ত দিয়ে যাতে এ দেশে কেউ প্রবেশ করতে না পারে। কাঁচাবাজার ও মাছের বাজারে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করা যাবে।

এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগসহ সরকার কর্তৃক জারিকৃত জরুরি সেবা/পরিষেবা ছাড়া অন্যান্য সব বিধিনিষেধ বলবৎ থাকবে।

১৬ জুন নতুন করে ৪৭ জনসহ ঠাকুরগাঁওয়ে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৫৭, যাদের মধ্যে ১ হাজার ৬২৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ৫১ জন।