• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৯, ২০২১, ০১:২৬ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৯, ২০২১, ০১:২৬ পিএম

লোকালয়ে ধরা পড়ল বিশাল অজগর

লোকালয়ে ধরা পড়ল বিশাল অজগর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা সদরের চরমোক্তারপাড়া এলাকার এক গৃহস্থ বাড়ির সীমানা প্রাচীরের বাশেঁর খুটি থেকে শনিবার ভোরে একটি বিশাল অজগর সাপ আটক করেছে স্থানীয় বাসিন্দারা। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান, প্রথমে প্রতিবেশি একদল পথচারি সাপটিকে ওই সীমানা প্রাচীরের খুঁটির উপর ঝুলতে দেখতে পায়। পরে তারা ও আশপাশের লোকজন জড়ো হয়ে সাপটিকে মেরে ফেলার চেষ্টা করে। এক পর্যায়ে বন্যপ্রাণী রক্ষার্থে কাজ করা স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং’র সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে কৌশলে সাপটিকে পাটের বস্তায় ভরে নেন। সাপটি এখন তাদের হেফাজতে রয়েছে।

তিনি আরো জানান, পাহাড়ী এলাকার ওই বাড়ির পাশ দিয়ে বয়ে চলা সোমেশ্বরীর নদীর পানিতে অজগরটি হয়তো ভেসে এখানে এসেছিল। ধরা পড়া প্রায় ৫ ফুট লম্বা এ সাপটিকে এখন পাহাড়ের নির্জন স্থানে অবমুক্ত করার প্রক্রিয়া চলছে।

জাগরণ/এমআর