• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৮, ২০২১, ০৯:৩৬ এএম
সর্বশেষ আপডেট : জুন ২৮, ২০২১, ০৯:৩৬ এএম

হোটেলে বিয়ের অনুষ্ঠান, অতঃপর...

হোটেলে বিয়ের অনুষ্ঠান, অতঃপর...
ফাইল ছবি

করোনা পরিস্থিতিতে সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি না মেনে বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় সিলেট নগরের দুই হোটেল কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে। হোটেল দুটি হলো জিন্দাবাজারের গ্র্যান্ড বাফেট রেস্টুরেন্ট, অপরটি নগরের সুবহানীঘাটের হোটেল ভ্যালি গার্ডেন। 

গতকাল রোববার বিকেলে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন অভিযান চালিয়ে গ্র্যান্ড বাফেট কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা এবং ভ্যালি গার্ডেনকে ২০ হাজার জরিমানা করেন ।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, গ্র্যান্ড বাফেট রেস্টুরেন্টে একই সঙ্গে দুই বিবাহ অনুষ্ঠান আয়োজনের প্রমাণ পাওয়া যায়। বর ও কনে পক্ষকে রেস্টুরেন্ট ত্যাগের নির্দেশনা দিয়ে কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্যালি গার্ডেনেও ৫০ জনের অধিক জনসমাগম থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। করোনাকালীন সরকারি নির্দেশনা বাস্তবায়নে এমন অভিযান অব্যাহত থাকবে। 

জাগরণ/এমআর