• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ০৪:২৩ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩, ২০২১, ০৪:২৩ পিএম

সরকারি ভূমি অবৈধ দখলমুক্ত

সরকারি ভূমি অবৈধ দখলমুক্ত

টাঙ্গাইল সদরের দাইন্যা ইউনিয়নের বাউসা মৌজায় সরকারি ভূমি অবৈধ দখলমুক্ত করে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করা হচ্ছে।

মঙ্গলবার সকালে সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন ও সহকারী কমিশনার ভূমি খায়রুল ইসলামের উপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সুচি রানী সাহা'র নেতৃত্বে জায়গাটি দখল মুক্ত করা হয়। সেখানে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ কাজ শুরু করা হয়।
সহকারী কমিশনার ভূমি খায়রুল ইসলাম জানান, এ জায়গায় আশ্রায়ন প্রকল্পের ঘর নির্মাণ করতে গেলে বেদখলদার রেজাউল করিম ও তার পরিবারের সদস্যরা বাঁধা দেন।

পরে জেলা প্রশাসক ড. আতাউল গনি স্যারের নির্দেশনায় পুলিশ সদস্যদের সাথে নিয়ে জায়গাটি দখলমুক্ত করা হয়েছে।