• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০১৯, ০৮:৩৫ পিএম

মাগুরায় ট্রাক চালিয়ে কলেজ ছাত্রকে হত্যা, মালিকের বিরুদ্ধে মামলা

মাগুরায় ট্রাক চালিয়ে কলেজ ছাত্রকে হত্যা, মালিকের বিরুদ্ধে মামলা



বেপরোয়াভাবে ট্রাক চালিয়ে কলেজ ছাত্র হত্যা অভিযোগে মাগুরা সদর থানায় একটি মামলা দয়ের হয়েছে। মামলাটি দায়ের করেছেন, নিহত কলেজ ছাত্রের ভাই মাগুরা সদরের আড়াইশত গ্রামের তন্ময় বিশ্বাসের ছেলে তপু বিশ্বাস।

আসামী করা হয়েছে- ট্রাক চালক মুকুল মোল্লা ও ট্রাক মালিক টিপু মোল্লাকে। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) এ মামলা করা হয়।

গত সোমবার ( ২২ জানুয়ারি) সদর উপজেলার হাজিপুর সাম্মলনি কলেজ থেকে ক্লাস করে একই উপজেলার আড়াইশত গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন এইচএসসি পরীক্ষার্থী তমাল বিশ্বাস।

পথিমধ্যে নলদাহ নামক স্থানে পৌছালে বেপরোয়া গতিতে আসা একটি ফিটনেশ বিহীন ইট বোঝাই ট্রাক তাকে বহনকারী মটর সাইকেলটিকে চাপা দেয়। এ সময় তমাল বিশ্বাস ঘটনাস্থলেই নিহত হন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ফিটনেস বিহীন ট্রাক ও চালকের কোন কাগজপত্র নেই। যে কারনে বেপরোয়াভাবে ট্রাক চালিয়ে কলেজ ছাত্রকে চাপা দিয়ে হত্যা করার অভিযোগে তার ভাই তমাল বিশ্বাস ট্রাক চালক মুকুল মোল্লা ও মালিক টিপু মোল্লাকে অভিযুক্ত করে সদর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

টিএফ