• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১, ০১:০৭ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২০, ২০২১, ০১:০৭ এএম

সম্প্রীতি সমাবেশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাব

সম্প্রীতি সমাবেশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাব
নিজস্ব ছবি

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে ত চট্টগ্রামে সম্প্রীতি সমাবেশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাব। 

সারাদেশে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চট্টগ্রামে সম্প্রীতি সমাবেশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাব।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ সমাবেশ হয়। সমাবেশে চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতারা তাদের বক্তব্যে সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শাস্তির দাবি জানান।

সিইউজে সাধারণ সম্পাদক ম শামসুল ইসলামের সঞ্চালনায় ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে এই সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজে সভাপতি মোহাম্মদ আলী, সিনিয়র সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহসভাপতি শহীদ উল আলম, মোস্তাক আহমেদ, আবু তাহের মোহাম্মদ, দৈনিক জনকণ্ঠের যুগ্ম সম্পাদক মোয়াজ্জেমুল হক, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, তপন চক্রবর্তী, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সহ আরও অনেকে।

জাগরণ/এমএ/এমএ