• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১, ০৪:১০ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৫, ২০২১, ০৪:১০ পিএম

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন
ছবি- জাগরণ।

“নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” স্লোগানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে টাঙ্গাইলে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার  টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ আয়োজন করে বিভিন্ন সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থা।

বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, মানব প্রগতি সংঘের নির্বাহী পরিচালক মাহমুদা শেলী, রুরাল প্রত্তর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আরপিডিও’র) নির্বাহী পরিচালক রওশন আরা লিলি প্রমুখ।

বক্তরা বলেন, নারী নির্যাতনের চরম সহিংস রুপ হচ্ছে ধর্ষণ ও ধর্ষণ পরবর্তী হত্যা। আমরা ধর্ষণ আইন সংস্কার জোটের দশ দফা দাবিতে অনড়। সম্প্রতি সাক্ষ্য আইনের ১৫৫ (৪) ধারার বিলুপ্তি চেয়ে আদালতে রীট আবেদন করা হয়েছে।

অনুষ্ঠান অংশগ্রহণ করে মহিলা অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, দুর্বার নেটওয়ার্ক ও নারীপক্ষ, মানব প্রগতি সংঘ, রুরাল প্রত্তর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আরপিডিও)।

 

এসকেএইচ//