• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২, ১১:১৫ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৫, ২০২২, ১১:১৫ এএম

নারীর খুলি, হাড় আর শাড়ি পড়েছিল লাউয়াছড়ায়

নারীর খুলি, হাড় আর শাড়ি পড়েছিল লাউয়াছড়ায়
সংগৃহীত ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া ডরমেটরির পেছন থেকে এক নারীর মাথার খুলি, শরীরের হাড় ও পরনের শাড়ি উদ্ধার করেছে কমলগঞ্জ থানা পুলিশ।

সোমবার (২৪ জানুয়ারি) বিকালে ফুলবাড়ি চা বাগানের এক শ্রমিক ওই এলাকায় ছন কাটতে গিয়ে শাড়ি পড়ে থাকতে দেখে পুলিশ ও এলাকাবাসীকে জানান। পরে এক নারীর কঙ্কাল উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে এটি ৬ মাস আগে নিখোঁজ হাজেরা বিবির দেহাবশেষ বলে তার ছেলে সোহেল নিশ্চিত করেন।

সোমবার সন্ধ্যা ৬টায় লাউয়াছড়ার স্টুডেন্ট ডরমেটরি এলাকায় এই নারী কঙ্কালের সন্ধান মেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকালে ফুলবাড়ি চা বাগানের দুই শ্রমিক ছন কাটতে লাউয়াছড়ার স্টুডেন্ট ডরমেটরি পাশের টিলায় যান। ছন কাটার এক পর্যায়ে গভীর জঙ্গলের একটি গাছে শাড়ি ঝুলতে দেখেন। পরে স্থানীয়দের খবর দিলে এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে গাছ নিচ থেকে মাথার খুলি ও কিছু শরীরের দেহাবশেষের হাড় উদ্ধার করেন।

নারীর শাড়ি ও কঙ্কাল উদ্ধারের খবর পেয়ে ৬ মাস আগে নিখোঁজ লঙ্গুরপার গ্রামের মানিক মিয়ার স্ত্রী হাজেরা বিবির ছেলে সোহেল মিয়া শাড়ি দেখে প্রাথমিকভাবে তার মায়ের বলে নিশ্চিত করেন।

কমলগঞ্জ থানার ওসি তদন্ত সোহেল রানা বলেন, কঙ্কালটি নিখোঁজ হাজেরা বিবির বলে তার ছেলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন। ৬ মাস আগে নিখোঁজ হবার পর থানায় জিডি করা হয়েছিল।

জাগরণ/এমএ