• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২, ০৬:১২ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৫, ২০২২, ০৬:১২ পিএম

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ 

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের আজ ২৫ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে উপস্থিত থেকে নবনির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ করেন ২ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ৩ নং চাম্পাফুল ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ৪ নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন এর চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, ৫ নং কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, ৭ নং তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ৮ নং ভাড়াশিমলাইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম নাঈম, ৯ নং মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ১০ নং ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন, ১১ নং রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাতীয় ফুটবলার  আলিম আল রাজি টোকন, ১২ নং মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল। কালীগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নের ১০ জন চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন। ৬ নম্বর নলতা ইউনিয়নের চেয়ারম্যান পবিত্র ওমরা হজ্ব পালনের জন্য মক্কায় অবস্থান করা এবং ১ নম্বর কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের নির্বাচনী ফলাফল নিয়ে আদালতে মামলা হওয়ায় দুইজন নির্বাচিত চেয়ারম্যান  শপথ গ্রহণ করতে পারেননি। 

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ (সাতক্ষীরা)   উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম।