• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০১৯, ০৫:২৬ পিএম

ফুলবাড়ীয়ায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মা- মেয়েকে কুপিয়ে জখম

ফুলবাড়ীয়ায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মা- মেয়েকে কুপিয়ে জখম
ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি বখাটেদের দায়ের কোপে আহত মাদ্রাসা শিক্ষার্থী

 

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের দাসবাড়ি গ্রামে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটেরা মা ও মেয়েকে কুপিয়ে জখম করেছে।

পরে আহত মা ও মেয়েকে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার (২৮ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীরা জানান, দাসবাড়ীর হামিদুল হকের মেয়ে তানিয়া আকতার কাতলাসেন কাদেরিয়া ফাজিল মাদ্রাসার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। লেখাপড়ার পাশাপাশি সে টিউশনী করে। সোমবার বিকেল ৪টার দিকে টিউশনী শেষ করে বাড়ি ফেরার পথে বখাটে হীরা মিয়া, শরীফ হোসেন ও মিজান পথরোধ করে মেয়েটিকে বাজে মন্তব্য করে। এ সময় মেয়ের মা লাইলী বেগম প্রতিবাদ করতে আসলে তারা মা ও মেয়েকে কুপিয়ে জখম করে।

আহত শিক্ষার্থী তানিয়া আকতার জানান, বখাটে শরিফ তাকে বিয়ে প্রস্তাব দিয়েছিল। তা ফিরিয়ে দেয়ার পর থেকে শরীফসহ বখাটেরা তাকে নানাভাবে উত্যক্ত করতো। তাদের কারনে ৩ মাস ধরে তার মাদ্রাসা যাওয়া বন্ধ রয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর রাজ্জাক জানান,  মেয়ে ও মাকে মারপিট করা হয়েছে। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম জানান, মা ও মেয়েকে কুপিয়ে জখম করার বিষয়টি খোঁজ নেবেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসসি/