• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২২, ০২:৪১ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৫, ২০২২, ০২:৪১ পিএম

তন্ময় হত্যাকারী বাবুর্চির ফাঁসির দাবিতে মানববন্ধন

তন্ময় হত্যাকারী বাবুর্চির ফাঁসির দাবিতে মানববন্ধন

চট্টগ্রামে বাবুর্চির ছুরিকাঘাতে নিহত তন্ময় হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীর ফাঁসির দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নিহত তন্ময়ের নিজ জেলা চুয়াডাঙ্গায় শহরের শহীদ হাসান চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সি, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মালিক, সাংবাদিক শেখ সেলিম, সাংস্কৃতিক কর্মী সেলিমুল হাবিব সেলিম, পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, জাহিদুল ইসলাম, নিহত তন্ময়ের পিতা এসএম কামাল উদ্দীন, চাচা এসএম শরীফ উদ্দীন, ছোট ভাই এসএম আমিন উদ্দীনসহ শোকার্ত স্বজনেরা। 

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়।  

প্রসঙ্গত, সোমবার (৩১ জানুয়ারি) বিকালে চট্টগ্রামের তিলোত্তমা চট্টগ্রাম নামের টাইলস কোম্পানীর কোয়ার্টারে একই প্রতিষ্ঠানের বাবুর্চি নিহার রিচিলের ছুরিকাঘাতে খুন হন চুয়াডাঙ্গার এসএম মঈন উদ্দীন তন্ময় (২৯)। তন্ময় তিলোত্তমা চট্টগ্রাম-এ হিসাব কর্মকর্তা পদে কর্মরত ছিলেন।

দৈনিক জাগরণ/আরকে