• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২২, ০৩:৩২ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৯, ২০২২, ০৩:৩২ পিএম

ইবতেদায়ী মাদরাসা জাতীয়করনের দাবিতে মানববন্ধন

ইবতেদায়ী মাদরাসা জাতীয়করনের দাবিতে মানববন্ধন

ভালুকা প্রতিনিধি
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ/এমপিও করনের লক্ষে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখার দাবিতে বুধবার (৯ ফেব্রুয়ারি) ভালুকা উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

উপজেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের ব্যানারে দুই শতাধিক শিক্ষকদের অংশ গ্রহণে বেলা ১১টায় ওই কর্মসূচি পালিত হয়। 

সংগঠনের আহ্বায়ক ফখরুল আলমের নেতৃত্বে আধ ঘন্টাব্যাপী চলা ওই মানববন্ধনে বক্তব্য রাখেন, ইবতেদায়ী শিক্ষক মাওলানা শাহজাহান মোল্লা, খোরশেদ আলম, মাওলানা ফয়সাল আহমেদ, কামাল হোসেন, মাজাহারুল ইসলাম ও শিরিনা আক্তার প্রমুখ। পরে শিক্ষকরা দলবেধে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি ইউএনও সালমা খাতুনের কাছে ও শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলামের কাছে প্রদান করেছেন।

জাগরণ/আরকে