• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২, ০৯:২৮ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২২, ০৯:২৮ এএম

এইচএসসিতে এফ রহমান ও কামাল উদ্দিন কলেজ সেরা

এইচএসসিতে এফ রহমান ও কামাল উদ্দিন কলেজ সেরা

মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে এবারের এইচএসসি পরীক্ষায় ৬টি কলেজের মধ্যে ভালো ফলাফল অর্জন করেছে মহাজনহাট এফ রহমান স্কুল এন্ড কলেজ ও আবুতোরাব প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ।

মিরসরাইয়ের ৬টি কলেজের অধ্যক্ষদের সাথে কথা বলে জানা গেছে, মহাজনহাট এফ রহমান স্কুল এন্ড কলেজের মোট পরীক্ষার্থী সংখ্যা ৪৭৯ জন। এদের মধ্যে পাশের হার ৯৯.৩৭ ভাগ। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে মোট ৯৩ জন শিক্ষার্থী।

আবুতোরাব প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের পরীক্ষার্থী সংখ্যা ৫শত ২১জন। পাশের হার ৯৯.৬২ ভাগ। জিপিএ-৫ পেয়েছে মোট ৬০ শিক্ষার্থী।
নিজামপুর সরকারি কলেজের মোট পরীক্ষার্থী ১ হাজার ৪০জন। পাশের হার ৯৮.৮৫ ভাগ। জিপিএ-৫ পেয়েছে মোট ১০২জন শিক্ষার্থী।

মিরসরাই কলেজের মোট পরীক্ষার্থী ৬শত ৯৬জন। পাশের হার ৯০.৭১ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১১জন শিক্ষার্থী। বারইয়ারহাট কলেজের মোট পরীক্ষার্থী ২শত ৭৫জন। পাশের হার ৮৯.০৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩জন। জোরারগঞ্জ মহিলা কলেজের মোট পরীক্ষার্থী ২শত ৮জন। পাশের হার ৮৮ ভাগ। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৫জন।

এইচএসসি পরীক্ষায় কলেজের সফলতা প্রসঙ্গে মহাজনহাট এফ রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন জানান, প্রতিষ্ঠার দিক থেকে আমাদের কলেজ খুব নতুন। তবে আমরা ধাপে ধাপে শিক্ষার মানোন্নয়নের চেষ্টা করছি। আমার কলেজের পাঠদানের পরিবেশ যথেষ্ট উন্নত। 

এদিকে মাদ্রাসায় আলিম পরীক্ষায় শতভাগ পাশ করেছেন গনিয়াতুল উলুম হোছাইনিয়া আলিম মাদ্রাসা ও শান্তিরহাট আলিম মাদ্রাসা। মাদরাসাতে শুধুমাত্র জিপিএ-৫ পেয়েছেন আবুতোরাব ফাজিল মাদরাসা। এই মাদরাসা থেকে জিপিএ-৫ পেয়েছে ৬ জন শিক্ষার্থী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান বলেন, এবারের এইচএসসি পরীক্ষায় আবুতোরাব প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের পাশের হার ৯৯.৬২ ভাগ। মহাজনহাট এফ রহমান স্কুল এন্ড কলেজের পাশের হার ৯৯.৩৭ ভাগ। অপরদিকে জিপিএ-৫ দিক দিয়ে এগিয়ে রয়েছে নিজামপুর সরকারি কলেজ। দ্বিতীয় রয়েছেন মহাজনহাট এফ রহমান স্কুল এন্ড কলেজ।

জাগরণ/আরকে