• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২২, ০২:২১ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২২, ০২:২১ পিএম

শিক্ষক-কর্মচারী ফেডরেশনের ৮ দফা দাবিতে মানববন্ধন

শিক্ষক-কর্মচারী ফেডরেশনের ৮ দফা দাবিতে মানববন্ধন

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ ৮ দফা দাবি পূরণের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ফেডরেশন ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্যোগে এই কর্মসূচী পালিত হয়। 

এতে সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ আকরাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কবির হোসেন, সংগঠনের আশুগঞ্জ শাখার সভাপতি শাহজাহান ভুইয়া প্রমুখ। 

এ সময় বক্তারা মুজিব বর্ষেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ঘোষনার মাধ্যমে সার্বজনিন বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের পাশাপাশি উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানের জন্য আসন্ন বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ নানা দাবি জানান। মানববন্ধনে জেলার বিভিন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষিকাগন উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক মো: শাহগীর আলমের কাছে সংগঠনের পক্ষ থেকে ৮ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। 

জাগরণ/আরকে