• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২২, ০১:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৮, ২০২২, ০১:৪৪ পিএম

কুষ্টিয়ায় মাদক মামলায় বাবার কারাদন্ড, ছেলে খালাস 

কুষ্টিয়ায় মাদক মামলায় বাবার কারাদন্ড, ছেলে খালাস 

কুষ্টিয়ায় মাদক মামলায় আমিন উদ্দিন নামের এক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: তাজুল ইসলাম এ রায় দেন। 
কারাদন্ডপ্রাপ্ত আমিন উদ্দিন (৫৬) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হলুদবাড়ীয়া মিরপুর গ্রামের জামির উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয় তাকে। এ মামলার অপর আসামি শরিফ উদ্দিন (৩৬) কারাদন্ড প্রাপ্ত আমিন উদ্দিনের ছেলে। শরিফকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। 

দন্ডপ্রাপ্ত আসামি আমিন মাদক দ্রব্যের কারবার করতো। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৬  সেপ্টেম্বর দুপুর একটার দিকে দৌলতপুর উপজেলার হলুদবাড়ীয়া মিরপুর গ্রামের আমিন উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ২৪২ পিস ইয়াবা এবং পাঁচ গ্রাম অর্ধগলিত ইয়াবা উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ। 

এ ঘটনায় বাবা আমিন উদ্দিন ও ছেলে শরিফ উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দৌলতপুর থানায় মামলা হয়। মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ২৯ অক্টোবর তদন্তকারী কর্মকর্তা চাকলাদার মো: আসাদুজ্জামান আসামির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। 

এরপর আদালত এ মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) টেবিলের ৯(খ) ধারার অধীনে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামি আমিন উদ্দিনকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দন্ডপ্রাপ্ত আসামির ছেলে শরিফ উদ্দিনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। 

আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, মাদক মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আসামি আমিন উদ্দিনকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অপর আসামি ও দন্ডপ্রাপ্ত আসামির ছেলে শরিফ উদ্দিনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

জাগরণ/আরকে