• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২২, ০৪:২৭ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২২, ১০:৩৩ পিএম

সেনবাগে আন্তজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

সেনবাগে আন্তজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে আন্তজেল গাড়ী চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করছে। এসময় পুলিশ চুরি হওয়া একটি পিকআপ ( ড্রাম ট্রাক) উদ্ধার করে। 

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল- কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার মদনপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে হান্নান প্রকাশ মান্নান (৫২), চট্টগ্রামের হালিশহরের গুলবাগ গ্রামের মো: আবদুল মান্নানের ছেলে মেহেদী হাসান প্রকাশ মুন্না (২০) ও চট্টগ্রামের ভুজপুর উপজেলার মো: দৌলতের ছেলে মাসুদ হাসান (২৮)।

বৃহস্পতিবার রাতে সেনবাগ থানার এসআই আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স চট্টগ্রামের  হালিশহর থানা এলাকায় অভিযান চালিয়ে ওই তিন আসামিকে গ্রেপ্তার করে এসময় তাদের স্বীকারোক্তি অনুযায়ী সেনবাগ উপজেলার জোড়তুলা গ্রাম আমির হিজুরের বাড়ির দরজা থেকে চুরি হওয়া পিকআপ উদ্ধার করে। 

এরআগে পিকআপ চুরির ঘটনায় সেনবাগ থানার পেনাল কোড মামলা দায়ের করা হলে ওই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তাদের নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয় বলে নিশ্চিত করেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মো: ইকবাল হোসেন পাটোয়ারী। 

জাগরণ/আরকে