• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৪, ২০২২, ০৯:৫৮ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ৪, ২০২২, ০৩:৫৯ পিএম

দিরাইয়ে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, আহত ১০

দিরাইয়ে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, আহত ১০

দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাই মদনপুর সড়কে বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে খাদে পড়ে ১০ জ‌ন আহত হওয়ার ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (৩ মার্চ) দেড় টার দিকে দিরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সামনে এ দুর্ঘটনা ঘ‌টে।

আহতরা হলেন- দিরাই উপজেলার চন্ডিপুর গ্রামের মো. সালমান, দোওজ গ্রামের মীম রায়, টুকদিরাই গ্রামের পারভিন বেগম, দত্তগাঁও গ্রামের নিরঞ্জন, ধল গ্রামের সাবিনা, শাল্লা উপজেলার ইয়ারাবাজ গ্রামের শিশু ইমাদ হাসান, তামিম হাসান ও তাদের দাদী মেহেরা বেগম, হবিবপুর গ্রামের নিয়তি দাস, শিশু চিরঞ্জীব দাস চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে গুরুতর আহত পারভিনাসহ ২ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা গেইটলক বাসটি চালক বেপরোয়া গতিতে চালাচ্ছিল। দিরাই পৌঁছার ৩ মিনিট আগে  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস সংলঘ্ন স্থানে উল্টোদিক থেকে আসা লেগুনাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।

দিরাই ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাইদুল ইসলাম বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের বাহিনী। বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দিরাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জাগরণ/আরকে