• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৩, ২০২২, ০১:৩০ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১৩, ২০২২, ০৭:৫১ পিএম

পঞ্চগড়ে স্বর্ণের দোকান থেকে উধাও সোনা

পঞ্চগড়ে স্বর্ণের দোকান থেকে  উধাও সোনা

পঞ্চগড় শহরের এক স্বর্ণের দোকানে সাড়ে ৩ ভরি ওজনের সোনা নিয়ে চম্পট দিয়েছেন দুই ক্রেতা।

শনিবার (১২ মার্চ) সকাল ১১টায় শহরের বানিয়া পট্রি এলাকায় শ্যামলী জুয়েলার্স নামে স্বর্ণের দোকানে এ ঘটনাটি। এতে করে প্রায় আড়াই লাখ টাকার সোনা চুরি হয়েছে বলে দোকান কর্তৃপক্ষ জানিয়েছেন।

শ্যামলী জুয়েলার্স এর কর্ণধার মধুসূদন বণিক রণিক জানান, সকালে দুইজন ক্রেতা দোকানে এসে তারা বিভিন্ন গহণার জিনিসপত্র দেখতে থাকে। এদের মধ্যে বোরকা পড়া ও পেন্ট শার্ট পড়া একজন। এক সময় তারা একটি আংটি নিচে ফেলে দেয়। এর মাঝে আমরা আংটি তোলার সময় তারা ১৯ টি আংটি, একটি হাড় ব্যাগে নিয়ে পালিয়ে যায়। এর মাঝে আমরা স্বর্ণের মালামালগুলো গুছিয়ে নিতে গেলে চুরির বিষয়টি নজরে আসে। তাদেরকে শহরের সব জায়গা খুজে পাইনি। বিয়ষটি পঞ্চগড় সদর থানা পুলিশকে জানানো হলে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে আসে।

বিকেলে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ওই স্বর্ণের দোকানের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেছি। আশা করি দ্রুত জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হব।


জাগরণ/আরকে