• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৩, ২০২২, ০২:১১ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১৩, ২০২২, ০২:১১ পিএম

চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু

চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু

নোয়াখালীর মাইজদীতে জি-৮ গ্রামীন প্রাইভেট হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় এক নবজাতকের মৃত্যূর অভিযোগ পাওয়া গেছে। 

শুক্রবার (১১ মার্চ) বিকেলে জি-৮ গ্রামীন প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে।

নবজাতকের বাবা সোহেল হোসেন জানান, আমার স্ত্রীর আল্ট্রাসনোগ্রাফি করানোর পর থেকে তিনদিন ধরে হাসপাতালে ভর্তি। শুক্রবার দুপুরে ডাক্তার বলেছে জরুরি অপারেশন করাতে হবে। বিকেল ৫ টার দিকে ডাক্তার আমাদের বলেন, আমার মৃত সন্তান হয়েছে। তাই মরদেহ নিয়ে দাফন করতে বাড়ি চলে যাই। দাফনের সময় দেখি মাথায় বড় কাটার দাগ।

নিহত নবজাতক বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের সোহেল হোসেন ও আমেনা বেগমের তৃতীয় সন্তান।

সোহেল হোসেন আরো বলেন, মাথায় বড় কাটার ফলে আমার সন্তান মারা গেছে। আমরা থানায় গিয়েছি। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

সোহেলের অভিযোগ, তার স্ত্রীর অপারেশন করেছেন নোয়াখালী ম্যাটসের উপপরিচালক গাইনোকলজিস্ট শায়লা সুলতানা ঝুমা। এই চিকিৎসকের সঙ্গে কথা বলতে তার মুঠোফোনে একাধিকবার কল ও বার্তা দেয়া হলেও তিনি উত্তর দেননি।

হাসপাতালের পরিচালক মো. ফারুক বলেন, নবজাতক বাঁচবে না ডাক্তার বলে দিয়েছে। এছাড়া কোনো বক্তব্য দেয়া যাবে না। পরে আসলে আপনাদের বিস্তারিত জানানো হবে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ভুক্তভোগীরা মৌখিক অভিযোগ দিয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জাগরণ/আরকে