• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৩, ২০২২, ০৮:০৫ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১৩, ২০২২, ০৮:০৫ পিএম

গ্রীন লাইনের ঢেউয়ে ডুবে গেল যাত্রীবাহী ট্রলার

গ্রীন লাইনের ঢেউয়ে ডুবে গেল যাত্রীবাহী ট্রলার

বরিশাল থেকে ঢাকাগামী ওয়াটার ওয়েজ গ্রীন লাইনের ঢেউয়ে ডুবে গেছে যাত্রীবাহী একটি ট্রলার। রোববার (১৩ মার্চ) বিকেল ৩টায় কীর্তনখোলা নদীর বেলতলা খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সবাই সাঁতরে নিরাপদে তীরে উঠতে পেরেছে।

স্থানীয়রা জানিয়েছেন, বিকেল ৩টার দিকে ২৫-৩০ জন যাত্রী নিয়ে ট্রলারটি নদী পার হচ্ছিল। এ সময় বরিশাল থেকে ছেড়ে আসা গ্রীন লাইন ঢাকার উদ্দেশে যাচ্ছিল। গ্রীন লাইনের ঢেউয়ে মাঝ নদীতে যাত্রীসহ ট্রলারটি ডুবে যায়। 

আশিকুর রহমান নামে এক যাত্রী বলেন, গ্রীন লাইনের ঢেউয়ে ট্রলারটি ভেঙে মুহূর্তে ডুবে যায়। যাত্রীরা কোনো মতে অন্যান্য নৌকা ও ট্রলারের সহায়তায় তীরে উঠতে পেরেছে। দিন বলে কোনো প্রাণহানি হয়নি।

বরিশাল নদীবন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় কোনো হতাহত হয়নি। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ইউএম