• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ০২:১২ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১৭, ২০২২, ০২:১২ পিএম

নেত্রকোনায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

নেত্রকোনায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

নেত্রকোনায় বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার, সকল শিশুর সমান অধিকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে  ‘চেতনার বাতিঘর’ এলাকায় স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় বঙ্গবন্ধুদিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জন্মবার্ষিকী করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কে.এম.আলী আজম, পরিকল্পনা মন্ত্রনালয়ের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, সাবেক সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, জেলা প্রশাসক কাজি মো.আব্দুর রহমান, পুলিশ সুপার মো.আকবর আলী মুন্সী, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র আলহাজ্ব মো. নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নূর খান মিঠু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, নেত্রকোণা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান মানিক, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান, পৌর শাখার সভাপতি অর্পিতা খানম সুমী, সাধারণ সম্পাদক কৃঞ্চেন্দু দত্ত রায় টিটুসহ মহিলা আওয়ামী লীগ, আওয়ামী যুব মহিলা লীগ, কৃষক লীগ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, বঙ্গবন্ধু পেশাজীবী লীগ, ছাত্রলীগ ও সকল সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

পরে জেলা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় শত শিশু সাদা পাঞ্জাবী-পায়জামা, মুজিব কোর্ট গায়ে পড়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।  

জাগরণ/আরকে