• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ১০:৩৫ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ২০, ২০২২, ১০:৩৫ এএম

হিলিতে ২ অবৈধ করাতকলকে জরিমানা

হিলিতে ২ অবৈধ করাতকলকে জরিমানা

হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ২ অবৈধ করাতকলে (স’মিল) অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে করাতকলে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়। 

শনিবার (১৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত নিবার্হী ম্যাজিস্ট্রেট নূর-এ আলম এ অভিযান পরিচালনা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর চরকাই রেঞ্জের রেঞ্জ অফিসার নিশি কান্ত মালাকার। 

বিরামপুর চরকাই রেঞ্জের রেঞ্জ অফিসার নিশি কান্ত মালাকার জানান, বেশ কয়েকটি অবৈধ করাতকল (স’মিল) গড়ে তুলেন কিছু অসাধু ব্যবসায়ী। এমন অভিযোগের ভিত্তিত্বে হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের ডাংগাপাড়া বাজারের পার্শ্বে এমদাদুল হক ও মাহাবুবুর রহমানের অবৈধভাবে গড়ে ওঠা স’মিল বিভিন্ন যন্ত্রাংশ জব্দ, প্রত্যেককে অর্থদন্ড এবং বৈধ লাইসেন্স ছাড়া মিল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। বনজ সম্পদ রক্ষার্থে অপরাধীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। এতে কোন ধরনের ছাড় দেয়া হবে না।

জাগরণ/আরকে