• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০২:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২১, ২০২২, ০২:৪৮ পিএম

ফুলবাড়ীতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন

ফুলবাড়ীতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন

ফুলবাড়ী প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে দলিত জনগোষ্ঠী ৮ দফা দাবিতে সোমবার (২১ মার্চ) মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

নাগরিক উদ্যোগের সহযোগিতায় এবং ফুলবাড়ী উপজেলা শাখা বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের (বিডিই আরএম) উদ্যোগে ফুলবাড়ী প্রেসক্লাব সম্মুখ সড়কে সকাল সাড়ে ১০ টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি চলাকালে দাবির সমর্থনে বক্তব্য রাখেন উপজেলা শাখা বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের (বিডিই আরএম) সভাপতি প্রধান শিক্ষক ধীমান চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক সরকার, প্রচার সম্পাদক রাজেন মার্ডি, অনিল চন্দ্র সরকার প্রমুখ।

৮ দফা দাবির মধ্যে রয়েছে ১। জাত-পাত ও পেশা ভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন করা, ২। আদম শুমারী ২০২১ এ দলিত জনগোষ্ঠীর জন্য আলাদা তথ্য সংগ্রহ করা, ৩। জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দ বৃদ্ধি করা, ৪। সকল মহানগরী ও পৌরসভা সমূহে দলিত জনগোষ্ঠীর সবার জন্য আবাসনের ব্যবস্থা করা, ৫। পরিচ্ছন্নকর্মীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি বিশেষ বিবেচনায় স্বাস্থ্য সুরক্ষা উপকরণ সরবরাহ করা, ৬। সরকারি বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের ভর্তি কোটা প্রবর্তন করা, ৭। সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন করা এবং ৮। জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিল জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

জাগরণ/আরকে