• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ১২:১২ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৪, ২০২২, ১২:১২ পিএম

বদলগাছীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ 

বদলগাছীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ 

নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় ট্রাক বাসের মুখোমুখি সংঘর্ষ হলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৫ জন নিহত ও প্রায় ২০ জন আহত হয়েছেন। 

বুধবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় ওই উপজেলার মাতাজীহাট-বদলগাছী মহাসড়কের পয়নারী নামক (মামুন এগ্রো) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নজিপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস পয়নারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক যাত্রীবাহী বাসটিকে ধাক্কা দিলে বাস নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে দুমরে মুচরে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকসহ ৩ জনকে মৃত অবস্থায় পায়। বাঁকি আহত প্রায় ২০ জনকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অবস্থার অবনতি হলে তাদেরকে নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে আরও ২ জন মৃত্যু হয়।
এই পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনার পরই ট্রাক চালক ও চালকের সহকারীরা পালিয়ে যায়।

জাগরণ/আরকে