• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ১২:৩২ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৪, ২০২২, ১২:৩২ পিএম

সাজা ভোগের পর দেশে ফিরলো ৪১ জন 

সাজা ভোগের পর দেশে ফিরলো ৪১ জন 

মিয়ানমারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর দেশে ফিরেছেন ৪১ জন। 

বুধবার (২৩ মার্চ) বিকেলে দুদেশের পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হয়েছে। 

ফেরত আসা বাংলাদেশিরা হলেন- জাকির হোসেন, নুরুল আবছার, মোহাম্মদ আইয়ুব খান, মোহাম্মদ আব্দুল্লাহ, সিরাজুল ইসলাম, সাদ্দাম হোছাইন, আব্দুর রশিদ, মোহাম্মদ সাকিব, মং থিং মারমা , চাইলাপ্রু মারমা, নথিমং মারমা, মং লং চিং মারমা, ইউ মং চির মারমা, হালিমা খাতুন, উছাথুই মারমা, চাইন ডু অং মারমা, হারমনি ত্রিপুরা, হে হে ত্রিপুরা, ডালিয়েন ত্রিপুরা, সচিং ইউ মারমা, থোয়াই কি চিং মারমা, সাধু অং মারমা, হা সুইচিং মারমা, পাইসা থুই মারমা, আলী আহমদ, মোহাম্মদ শরীফ, ইমরান হোছাইন, নুর কাশেম, নুর আলম, মোহাম্মদ আলম, কলিম উল্লাহ, মোরশেদ আলম, মোহাম্মদ রফিক, জানে আলম, বাবুল, মুজিবুল্লাহ, সোলতান, মোহাম্মদ সলিম, মকবুল মাঝি ও সাদেক।

টেকনাফ ২- বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মো. ইফতেখার বলেন, ২০২১ সালের ৬ মে বাংলাদেশি ৪১ নাগরিকের মিয়ানমারের বিভিন্ন কারাগারে সাজা ভোগ শেষ হয়। কিন্তু তাদের মিয়ানমার থেকে পাঠানো হয়নি। ফলে মানবেতর জীবন-যাপন করছিলেন তারা। বিষয়টি জানার পর থেকেই সরকারের সংশ্লিষ্টদের মাধ্যমে বিজিবি ও মিয়ানমারের সিতওয়েতে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলেটের প্রচেষ্টা এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। 

জাগরণ/আরকে