• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৬, ২০২২, ০১:১৭ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৬, ২০২২, ০৮:২৯ পিএম

ভাণ্ডারিয়া গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ভাণ্ডারিয়া গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পিরোজপুরের ভাণ্ডারিয়া লঞ্চঘাট থেকে চার কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২৬ মার্চ) সকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলো- আল আমিন (৩২) ও ইউনুছ মাঝি (২২)। আল আমিন কুমিল্লা জেলার চান্দিনা থানার নলকুন গ্রামের ৪নম্বর ওয়ার্ডের মৃত বজলুর রহমানের ছেলে এবং ইউনুছ পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার সুটিয়াকাঠী গ্রামের মৃত শাহজাহান মাঝির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নৌ পথে এমভি মহারাজ ৭ লঞ্চ যোগে মাদকদ্রব্য আসার গোপন সংবাদের ভিত্তিতে ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক মো. ফারুক হোসেনের নের্তৃত্বে পুলিশের একটি দল লঞ্চ ঘাটে ভেড়ার পরে পল্টুন থেকে এই মাদক কারবারিকে তল্লাসী করার পরে তাদের বহনকৃত ট্রাভেল ব্যাগ থেকে স্কস টেপ প্যাঁচানো দুই বান্ডিল গাঁজা উদ্ধার করে। এ দুই বান্ডিলে চার কেজি গাঁজার বাজার মূল্য আনুমানিক প্রায় ২ লাখ টাকা বলে জানান পুলিশ।

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার অফিসার্স ইন চার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, তাদের বিরুদ্ধে এস আই ফারুক বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। আসামীদের শনিবার দুপুরে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়।

জাগরণ/আরকে