• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৭, ২০২২, ০৯:৩৯ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৭, ২০২২, ০৯:৩৯ এএম

নিজ শহর পরিষ্কার স্বাধীনতা দিবসে অঙ্গিকার 

নিজ শহর পরিষ্কার স্বাধীনতা দিবসে অঙ্গিকার 

লক্ষ্মীপুরে মহান স্বাধীনতা দিবসে নিজ শহর তথা দেশ পরিচ্ছন্ন রাখার অঙ্গিকার করেছে ৮শ' স্বেচ্ছাসেবী তরুণ-তরুনী। এ লক্ষ্যে পরিবেশবাদি সংগঠন 'বিডিক্লিন-লক্ষ্মীপুর' এর উদ্যোগে আনুষ্ঠানিক শপথ গ্রহণ করে এসব স্বেচ্ছাসেবীরা। 

শনিবার (২৬ মার্চ) সকালে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সারিবদ্ধ হয়ে স্বেচ্ছাসেবী তরুণ-তরুনীরা একসাথে শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে পরিচ্ছন্নতার অঙ্গিকার করেন। ‘এই শহর আমার, এই দেশ আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার’ এরকম কথায় শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার ভূঁইয়া।

এর আগে জাতীয় সংগীত গাওয়াসহ মহান স্বাধীনতা দিবসের তাৎপর্যপূর্ণ আলোচনা হয়। এতে মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগীদের দেশপ্রেম এর গভীরতা উল্লেখ করে বিশদ আলোচনা হয়। একই সাথে শান্তি-সুখ ও সমৃদ্ধির দেশ গড়তে সর্বস্তরের নাগরিকের করনীয় ও দায়-দায়িত্ব বিষয়ক আলোচনা হয়। 

বিডিক্লিন- লক্ষ্মীপুর এর উপদেষ্টা মো. হাফিজ উল্যার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, জেলা পরিষদের কাউন্সিলর শাখাওয়াত হোসেন আরিফ, সংগঠনটির জেলা সমন্বয়কারী শাহিদুজ্জামান সৈকত, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী শাহাদাৎ হোসেন কায়েস, সাইফুল ইসলাম বিজয়, মেহরাব হোসেন, ভাইয়া গ্রুপের পরিচালক ওসমান গনি মিন্টু প্রমুখ। 

পরে বিডি ক্লিন এর স্বেচ্ছাসেবীদের অংশগ্রহনে দিনব্যাপী লক্ষ্মীপুর পৌর শহরের ১৫ টি ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ঝাড়ু হাতে সামাদ বিদ্যালয় ফটকের সামনে সড়কে পরিচ্ছন্নতার মধ্য দিয়ে কার্যক্রমটির উদ্বোধন করেন। 

জাগরণ/আরকে