• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৩১, ২০২২, ০২:০৫ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৩১, ২০২২, ০২:০৫ পিএম

দুই কৃষকের মৃত্যুর বিচার দাবি রাবি শিক্ষার্থীদের

দুই কৃষকের মৃত্যুর বিচার দাবি রাবি শিক্ষার্থীদের

ধানের জমিতে সেচ  না পেয়ে বিষপানে দুই আদিবাসী কৃষকের মৃত্যুর প্ররোচনাকারী নলকূপ অপারেটর কৃষকলীগের ওয়ার্ড সভাপতি সাখাওয়াত হোসেনের বিচারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীরা।

বুধবার (৩০ মার্চ) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ কর্মসূচি পালন করেন আদিবাসী ও সাধারণ শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা গোদাগাড়ীর দুই আদিবাসী কৃষক অভিনাথ মার্ডি ও রবি মার্ডি হত্যার মূল প্ররোচনাকারী নলকুপ অপারেটর সাখাওয়াত হোসেনকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার আওতায় আনা এবং আদিবাসী দুই কৃষকের পরিবারের ক্ষতিপূরণের দাবিও জানান তারা।

এসময় বিভিন্ন প্লেকার্ড প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরেন, পাহাড় সমতলের আদিবাসীদের উপর সকল যুলুম বন্ধ করুন, নিহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দাও, কৃষক নির্যাতনের প্ররোচনাকারী সাখাওয়াতের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 

রিদম শাহরিয়ারে সঞ্চালনায় বাংলা বিভাগের শিক্ষার্থী ফরিদা ইয়াসমিন বলেন, এই এলাকায় শুধু আদিবাসীদের জমিগুলোতে গভীর নলকুপের মাধ্যমে সেচ দিতে নয়ছয় করা হয়। এমন কি গভীর নলকুপের আশেপাশের আদিবাসীদের চাষের জমিতেও সঠিকভাবে পানি দেওয়া হয় না। আদিবাসীরা পানির অভাবে সঠিকভাবে চাষ করতে পারছে না। পানির অভাবে বরেন্দ্র অঞ্চলের অনেক আদিবাসী চাষী জমি বিক্রি করতে বাধ্য হয়। 

মানববন্ধনে আরো বক্তব্যে রাখেন, আদিবাসী ছাত্র ও বিপ্লবী ছাত্র মৈত্রী মহানগর নেতা মার্ক বাস্কে, রাবি পাহাড়ী ছাত্র বিজয় চাকমা, সমতল আদিবাসী ছাত্র ধণেশ টুডু, মহানগর ছাত্র ফ্রন্ট নেতা সজিব, রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুন।

এসময় বক্তারা বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কৃষকদের উপর কৃষি বৈষম্য, অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদও জানান। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

জাগরণ/আরকে