• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২২, ১০:০৬ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৪, ২০২২, ০৪:১৯ পিএম

ফরিদপুরে বিধবা নারী গণধর্ষণের শিকার     

ফরিদপুরে বিধবা নারী গণধর্ষণের শিকার     

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গণধর্ষণের শিকার হয়েছেন দুই সন্তানের জননী বিধবা এক নারী। 

এ ঘটনায় রোববার ( ৩ এপ্রিল) বিকেলে ভাঙ্গা থানায় পাঁচ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত ওই নারী। 

সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামের শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হন তিনি। পার্শ্ববর্তী খাকান্দা গ্রামেই তার বাবার বাড়ি।

চার বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বাবার বাড়িতেই বসবাস করছিলেন ওই নারী। ওই দিন পাওনা টাকা আনতে শ্বশুর বাড়িতে গিয়েছিলেন তিনি।
 
লিখিত অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার বিকেলে দু'জন আত্মীয়কে সাথে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বের হন এই নারী। পথিমধ্যে সন্ধ্যায় তারা আলেখারকান্দা আউড়াবাগ বাগানের কাছে পৌছালে রুবেল, শাহীন, সজিব, রাকিব, হাসিবুল নামের পাঁচ যুবক ধারালো অস্ত্র নিয়ে তাদের পথরোধ করে ওই গৃহবধুর সাথে থাকা আসাদুল ও আলামিনকে মারধর করে আটকে রাখে। পরে ওই নারীকে হাত ও মুখ বেঁধে ধর্ষণ করে।

ভাঙ্গা থানার উপ পরিদর্শক মো. তাহসিন জানান, সোমবার (৪ এপ্রিল) ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা ও জবানবন্দীর জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। অভিযোগে উল্লেখিতদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে।

জাগরণ/আরকে