• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২২, ১০:১৬ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৮, ২০২২, ১০:১৬ এএম

মোংলায় যুবলীগ নেতা হত্যা মামলায় আটক ৫

মোংলায় যুবলীগ নেতা হত্যা মামলায় আটক ৫

মোংলা উপজেলার বকুলতলা এলাকায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে সংর্ঘষে যুবলীগ নেতার মৃত্যুর ঘটনায় ২১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে এ হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই  কাদের সরদার।

উপজেলার সোবাইলতলা ইউনিয়নের বকুলতলা একটি মৎস্যঘের নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল ইউপি সদস্য আবদুল্লাহ শেখ ও যুবলীগনেতা মোতাহার সরদারের মধ্যে। মঙ্গলবার সন্ধ্যায় ওই ঘের দখল নিয়ে সংর্ঘষের ঘটনা ঘটে। এসময় ৭ জন গুরুতর আহত হয়। আহতদের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে নেয়া হলে রাত সাড়ে ১০ টার সময় মৃত্যুবরণ করেন মোতাহার সরদার।

এর দুইদিন পর নিহত মোতাহারের বড় ভাই কাদের সরদার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ইউপি মেম্বার আব্দুল্লাহ শেখসহ আসামি করা হয়েছে ২১ জনকে। আর অজ্ঞাত রয়েছে ১০/১৫ জন। 

এদিকে এ মামলায় এজাহারভুক্ত ৫ আসামিকে আটক করে আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এ মামলার ৫ জনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

জাগরণ/আরকে