• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২২, ১১:৫২ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১১, ২০২২, ১১:৫২ এএম

রাজশাহীতে কর্মচারী হত্যায় মৃত্যুদণ্ড ৪

রাজশাহীতে কর্মচারী হত্যায় মৃত্যুদণ্ড ৪

রাজশাহীতে নবরূপ মিষ্টান্ন ভাণ্ডারের কর্মচারী প্রকাশ শিং (২০) হত্যাকাণ্ডের ঘটনায় ৪ জনেকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 

রোববার (১০ এপ্রিল) রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক অনুপ কুমার এই রায় ঘোষণা করেন।

এসময় দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলো- নওগাঁর নিয়ামতপুরের শ্যামপুরের (পশ্চিমপাড়া) জিন্নাত আলী মন্ডলের ছেলে বাদল মন্ডল (৪৬), তানোরের এনায়েতপুর (চোরখৈর) এলাকার মৃত জলধর শিং এর ছেলে বিমল শিং (৫০), তার স্ত্রী অঞ্জলী রাণী (৪৫) এবং বিমল শিং এর ছেলে সুবোধ শিং (২০)।

বিষয়টি নিশ্চিত করে আদালতে স্পেশাল পিপি অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু জানান, অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাদের প্রত্যেকে দোষী সাব্যস্ত করে মৃতুদণ্ডে দন্ডিত করে আদালত। এসময় ১০ টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়।

এই ঘটনায় মামলার বাদী শ্রী নির্মল সিং বলেন, এই রায়ে আমরা খুশি হয়েছে। তবে এই রায় যাতে দ্রুত কার্যকর হয় এই প্রত্যাশা করেন।

উল্লেখ্য, ২০২১ সালের ২৯ এপ্রিল রাজশাহীর তানোরে প্রকাশ সিংকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহত প্রকাশ সিং এর বাবা নির্মল সিং বাদী হয়ে তানোর থানায় মামলা দায়ের করেন। প্রকাশ সিং তানোর উপজেলার চৈরখর গ্রামের নির্মল শিং এর ছেলে এবং রাজশাহীর নবরুপ মিষ্টান্ন ভাণ্ডারের কর্মচারী ছিলেন।

জাগরণ/আরকে