• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০১৯, ০৪:১৪ পিএম

শরীয়তপুরে আগুনে পুড়েছে ৪ দোকান

শরীয়তপুরে আগুনে পুড়েছে ৪ দোকান
শরীয়তপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়েছে -ছবি : জাগরণ

 

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
 
শুক্রবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শরীয়তপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্ত বোরহান শেখ বলেন, ‘আগুন লাগার ব্যাপারে আমি কিছুই জানি না। সকালে বাজারে এসে জানতে পারি, আমার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি।’ 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে ভোজেশ্বর বাজারের মসজিদ পট্টিতে অবস্থিত বোরহান শেখের দোকানে আগুন দেখতে পায়। তার কিছুক্ষণের মধ্যেই ৪টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। রাস্তা দিয়ে যাওয়ার সময় এক রিকশাচালক চিৎকার করলে লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে; কিন্তু ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।

এনএ