• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২২, ০২:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২০, ২০২২, ০২:৩৭ পিএম

সন্দ্বীপে কালবৈশাখী ঝড়ে স্পিডবোট ডুবি

সন্দ্বীপে কালবৈশাখী ঝড়ে স্পিডবোট ডুবি

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ছেড়ে যাওয়া একটি স্পিডবোট কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের কাছাকাছি গিয়ে কাত হয়ে ডুবে যায়। 

বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তানিয়া নামে ১২ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে এবং তানিয়ার ছোট বোনও নিখোঁজ রয়েছে। 

স্পিডবোট ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে গুপ্তছড়া ঘাটের ইজারাদার মো. আনোয়ার  বলেন, সন্দ্বীপের গুপ্তছাড়া ঘাটের কাছাকাছি গেলে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে স্পিডবোট কাত হয়ে ডুবে যায়। আর স্পিড বোটে ২০ জনের মতো যাত্রী ছিল। যাত্রীদের মধ্যে তানিয়া নামের এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তানিয়ার ছোট বোন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। বাকিদের উদ্ধার করা হয়েছে। 

চট্টগ্রামের কুমিরা নৌপুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক একরাম উল্লাহ বলেন, গুপ্তছড়া ঘাটের কাছে একটি স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। বাকিটা এখনো ডিটেইলস বলতে পারছি না। কেউ নিখোঁজ আছে কিনা তার খোঁজ নিচ্ছি।

জাগরণ/আরকে