• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২২, ১১:২৭ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৫, ২০২২, ১১:২৭ এএম

বকশীগঞ্জে ভাইয়ের লাঠির আঘাতে যুবকের মৃত্যু

বকশীগঞ্জে ভাইয়ের লাঠির আঘাতে যুবকের মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই সুরুজ্জামালের মৃত্যু হয়েছে। 

রোববার (২৪ এপ্রিল) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত সুরুজ্জামাল কামালপুর ইউনিয়নের মাঝগেদরা গ্রামের মৃত মুক্তিযোদ্ধা আব্দুর রউফ চান মিয়ার ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা আব্দুর রুউফ চান মিয়ার দুই স্ত্রীর ৭ সন্তানদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ২ টার দিকে পর্তৃক সম্পত্তি নিয়ে বড় ভাই মুসা আলীর সাথে ছোট ভাইয়ে ঝগড়া শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দু'পক্ষের মধ্যে সংর্ঘষ বাধে। এ সময় সুরুজ্জামালকে  মুসা ও তার লোকজন লাঠি দিয়ে বেদড়ক পেটালে গুরুতর আহত হয়। পরে স্থানীরা গুরুতর আহত সুরুজ্জামালকে উদ্ধার করে বকশীগঞ্জে হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে মারা যায়। এ খবরে মুসা মিয়াসহ তার পক্ষের লোকজন পলাতক রয়েছে। 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বকসীগঞ্জ থানায় এনে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

জাগরণ/আরকে